দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিরোধ দেখা দিয়েছিল। তবে আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা প্রকাশ করবে মন্ত্রণালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সার্বিক দিক বিবেচনা করে এবারও লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
                     সর্বশেষ 
                    
                    লটারি পদ্ধতিতেই হবে স্কুল ভর্তি
-    
																	 মিশিগান প্রতিদিন ডেস্ক মিশিগান প্রতিদিন ডেস্ক
- আপডেট ১০:০২:৩৪ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- ২০ পাঠক
                                 Tag :  
                                                            
							
                            
                                      জনপ্রিয়                                
                                 
										























