আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতা, এবং ফের সমালোচনার মুখে লিটন দাস। গতকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি ‘ডাক’ মেরেছেন। আউট হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার একটা গুগলি বুঝতে না পেরে। সর্বশেষ আট ইনিংসে তার রান যথাক্রমে – ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০। এমতাবস্থায় লিটনকে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন রাজিন সালেহ।
প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২৭ বলের ব্যবধানে ৫ রানের মধ্যে বাংলাদেশ ৭ উইকেট হারিয়েছিল! দলের স্কোর ২১ উইকেটে ১০০ থেকে মুহূর্তেই ১০৫/৮ হয়ে যায়। দেশ রূপান্তরের সঙ্গে আলাপচারিতায় লিটনকে নিয়ে হতাশা প্রকাশ করে জাতীয় দলের সাবেক এই তারকা রাজিন। তার মতে, ব্যাটাসম্যানদের ভেতর দায়িত্ববোধ এবং জবাবদিহিতার অভাব থাকায় এই সমস্যা হচ্ছে। এত তাড়াহুড়ো করে তাদের ব্যাটিংয়ের কোনো মানেই বুঝতে পারেননি রাজিন।
লিটনকে মিডল অর্ডারের উপযোগী মনে করেন না রাজিন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমার মনে হয় লিটন ঠিক মিডল অর্ডারের উপযোগী না, সে ওপেন বা তিনে ঠিক আছে। চারে সে যেতে পারে যদি খুব দ্রুত ৩ উইকেট পড়ে যায় তখন।কিন্তু মিডল অর্ডারে স্পিন খেলার মত জায়গায় সে এখন আর নেই। তার যে পারফরম্যান্স, তাতে করে তাকে কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রাখা দরকার। সে পারফর্ম করুক, ফর্মে ফিরুক তারপর দলে আসুক।’
রাজিন সালেহর পূর্ণ সাক্ষাৎকার দেখুন আগামীকাল শুক্রবার দেশ রূপান্তরের প্রিন্ট এবং অনলাইন সংস্করণে।