বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লোভ

কবিঃ মোহাম্মদ আংগুর মিয়া

লোভী কিছু মানুষ সমাজের
সব জায়গায় রয়েছে
ঘৃনা হয় যখন কোন কাজে যেতে
হয় ওদের কাছে।

লোভীদের বিবেক বলতে কিছুই
অবশিষ্ট থাকেনা
কি ভাবে চরিতার্থ করবে লোভ
মনে একই ভাবনা।

শিক্ষা দীক্ষা অর্জন করে অনেক
লোভী হয়ে যায়
ন্যায় অন্যায় ভুলে এরা শুধু দৌড়ে
টাকার নেশায়।

লোভ তাদের নিয়ে যায় জীবন
থেকে বহু দূরে
যেখান থেকে কোন দিন আর
আসেনা ওরা ফিরে।

অন্যের ধন সম্পদ দেখলে ওরা
মনোকষ্টে ভোগে
সব সময় ভাবে অন্যের ধনে
কিভাবে ধনী হওয়া যাবে।

অতি ভোজনের লোভ মানুষকে
অসুস্থ করে রাখে
ক্ষমতার লোভ থেকে মানুষ
অন্যায় করতে শিখে।

সীমাহীন লোভ মানুষকে ঠেলে
দেয় গভীর অন্ধকারে
শান্তির জীবন থেকে ঐ সব
মানুষ চলে যায় দূরে।

লোভে পাপ পাপে মৃত্যুর কথা
সর্বদাই শুনতে পাই
শুরু থেকে সাবধান হওয়া
অবশ্যই চাই।

সীমাহীন লোভ সম্বরণ করা
অনেক প্রয়োজন
না হলে লোভ নষ্ট করে দেবে
এই সুন্দর জীবন।

ধর্মের আদেশ মত জীবন
অনেক শান্তির হয়
অন্যায় সব কিছুর প্রতি যেন
মনে থাকে ভয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024