
নিজস্ব ডেস্কঃ ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবিরের হাতে নিহত শহীদ এনামুল হক জুয়েল এর মা ছায়রা খাতুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (২৩ অক্টোবর ২০২২) দুপুর দুইটা ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আগামীকাল সোমবার দুপুর ২ ঘটিকায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং চৌঘরির রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত-এ মরহুমার জানাজার নামাজ অনুষ্টিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে শহীদ এনামুল হক জুয়েল এর পাশে দাফন করা হবে।
শহীদ জুয়েলের মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাসদের নেতৃবৃন্দ এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস শামীম আক্তার , মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ শহীদ জুয়েলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় প্রয়াত ছায়রা খাতুনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, প্রয়াত ছায়রা খাতুন একজন মহীয়সী রত্নগর্ভা নারী।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবিরের হাতে সিলেটে প্রকাশ্যে রাজপথে প্রগতিশীল রাজনৈতিককর্মী মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েল নিহত হন।