
কবি:সাহানুকা হাসান শিখা
লেখকের হাতে,শাণিত কৃপাণ
টগবগ শহীদের রক্ত।
মনে তার অবাধ স্বাধীনতা,
গুনীজনের ভক্ত।
রেশমি সুতার জালে
যেমন বাঘ পড়ে না বাঁধা,
পরাধীনতার শিকলে তেমন,
লেখক যায় না সাধা।
মুক্তমনা,নির্ভিক,স্বাধীনচেতা,
এই ক্ষুদ্র লেখক।
সুন্দর সচ্ছল জীবন আদর্শে,
সন্মানী গুরু শিক্ষক।
পৃথিবীর বুকে অসংখ্য ভণ্ড,
অহেতুক অহংকারী।
লেখকেরা করে আপ্রাণ চেষ্টা,
করতে সৎপথের অধিকারী।
হৃদয়কে করি কমল প্রসারিত,
স্রষ্টাকে আনি নয়নে।
সৃষ্টি ভলোবাসি অন্তর দিয়ে,
শুদ্ধতা করি আত্মদর্শনে।