বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তদের ফিল্ডিং কোচ নিয়োগ করা নিয়ে যা বলছে বিসিবি

মার্চের মাঝামাঝি সময়ে শেষ হতে যাচ্ছে ফিল সিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি। তবে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছে বোর্ড। আজ বোর্ড মিটিং শেষে এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।আজ সোমবার বিসিবির ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে কোচ ইস্যুতে কথা বলেন ফাহিম। তিনি বলেন, ‘আমাদের প্রধান কোচের চুক্তি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা সন্তুষ্ট, যারা আমাদের সঙ্গে এ মুহূর্তে আছে। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব।’

 

‘এর বাইরেও যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতায় আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যে সমাধান খুঁজে পাব।’-যোগ করেন তিনি।নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ নিয়ে ফাহিম বলেন, ‘এর বাইরেও আমরা একজন (ফিল্ডিং কোচ)…ফিল্ডিংয়ের ব্যাপারে মনোযোগী হতে চাচ্ছি, শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমারা যেটা উপলব্ধি করেছি, আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার।’

 

‘যারা আমাদের শুধু জাতীয় দল নয়, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। এইচপি দলে ডেপেলমেন্ট নিয়ে কাজ করতে পারবে, এমন একজন কোচকে আমরা চাইব। দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে। আমরা হয়তো খুব ভালো ফিল্ডিং কোচ নেওয়ার চেষ্টা করব।’-যোগ করেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০