
কবিঃ এস এম শহীদুল্লাহ সরকার
দারিদ্রতার দুর্গন্ধ আজ,
যাহার গাঁয়ে লাগে,
আপন আত্মীয় ধনাঢ়্য স্বজন,
তাড়িয়ে দেয় আগে।পাড়া পড়শি প্রতিবেশী তারা,
দুঃখ প্রকাশ করে,
আপন ভাইবোন করে তাড়া,
ধরে তারা ঘাড়ে।সহযোগিতার হাত বাড়িয়ে,
দেয়না তারা কভু,
ধিক্কার জানায় অবজ্ঞা করে,
অনাহারে থাকলে তবুও।কেউ দেয়না শান্তির বাণী,
একটু সুখের ছাঁয়া,
কেউ কখনও করেনা কভু,
একটু দয়া মায়া।যার খুশি যা করে নাজেহাল,
হারিয়ে বিবেক জ্ঞাণ,
শেষ সম্বল ও লুটিয়ে নিতে,
করে অনেক ফান।একটু যদি অনুভূতির কেউ,
সুখের প্রয়াস দিতো,
নতুন করে জীবনটা আবার,
সাজিয়ে নিতে পেতো।