বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন তারা। এ সময় চারদিকের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় পুরো রাজধানীতে এর প্রভাব পড়ে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট সড়ক, পল্টন ও মতিঝিল অচল হয়ে পড়ে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। গুরুত্বপূর্ণ পিজি হাসপাতালে চিকিৎসা সেবাপ্রার্থীরা দুর্ভোগে পড়েন। অবরোধের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হয়।

Nasing students-2

এর আগে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এক পর্যায়ে মিছিল সহকারে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। দুপুর দেড়টার দিকে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড বসিয়ে বাঁধা দেয়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়ে শাহবাগ চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। সড়কে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। অনেকে সড়কে বসে পড়েন। কেউ কেউ শুয়ে পড়েন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন আন্দোলনকারীদের অনেকে।

Nasing students-1

এদিকে একই সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের জন্যে ডিএমপির তেজগাঁও বিভাগ থেকে ফোর্স নেওয়া হয়। তেজগাঁও বিভাগের ডিসির নেতৃত্বে পুলিশের বিপুল সংখ্যক সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নেয়। প্রস্তুত রাখা হয় জলকামানও রায়টকার।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না করতে। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত। সবাই আরো একটু সংযত ও সহনশীল আচরণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। কম বল প্রয়োগে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১