বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের দখলে শাহবাগ, ভাঙচুর-অগ্নিসংযোগে বড় দুই হাসপাতালে আতঙ্ক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীদের সঙ্গে শাহবাগ এলাকায় ছাত্রলীগ, যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার পর এখনও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অনেক গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ায় রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভাঙচুর না হলেও পাশের বারডেম হাসপাতালেও পড়েছে এর প্রভাব। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়ায় আন্দোলনকারীদের অনেকে হাসপাতাল চত্বরে অবস্থান করছেন। এমন অবস্থায় ভেতরে থাকা দর্শনার্থীরা বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ঢাকা মেইলের প্রতিবেদক।

 

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোন পক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও শিক্ষার্থীদের পাশাপাশি এক দফা দাবিতে আন্দোলনে নামা লোকজন মিছিল সমাবেশ করছে। সেখানেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নেই। এর আগে সকালে সাড়ে ১০টার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যান।

 

এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নিলেও সংঘর্ষের পর তারা সেখান থেকে সরে যান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০