বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শীত সকালে

কবিঃ এস,এম, আতাউর রহমান

পৌষ-মাঘে শীত সকালে
ঠাণ্ডা কুয়াশায়
ঝিরি ঝিরি কাপন লাগে
হিমেল হাওয়ায়।

রোজ সকালে মক্তবেতে
আরবি পড়তে যাওয়া
ভাল্লাগেনা তার চে’ বরং
অন্য সুযোগ পাওয়া।

রেখা শিখা শাকিল আদিল
বাংলো ঘরের পাশে
ফন্দি করে জড়ো হই পড়া
ফাকি দিবার আসে।

নাড়া করে জড়ো কিংবা
শুকনো বাঁশের খোল
আগুন দিয়ে উম পোহাতে
হয়না কোন ভূল।

দিনের শেষে পাখ-পাখালী
খোঁজে আপন নীড়
আঁধার ঘনায় বাড়তে থাকে
কুয়াশার ভিড়।

জোনাকীর ঝাপসা আলো
মিটিমিটি জ্বলে
ধরার ছলে দাঁড়িয়ে থাকি
বাঁশবাগানের তলে।

ঝুপের আড়ে হুক্কা-হুয়া
শেয়াল ডাকে শীতে
ঘরের চালে ভুতুম বসে
ডাকে রাত নিশীতে।

শিশির ধোয়া নতুন ভোরে
মিঠে রোদের খেলা
ক্ষেতের মাঠে হলদে বরণ
সরষে ফুলের মেলা।

খেজুর রসের হাট বসে যায়
সকাল হলে রোজ
ছেলে-বুড়ো সবাই করে
রসের হাঁড়ির খোঁজ।

ধুম পড়ে যায় পিঠা-পুলি,
পায়েস মুড়ি, খই
আদর করে মা তুলে দেন
আমার পাতে দই।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024