বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার আসছে এনসিপির ‘যুবশক্তি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী শুক্রবার। রাজধানীর গুলিস্তানের ২৩ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের যাত্রা শুরু হবে।

আজ মঙ্গলবার এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) মো. তারিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে পা রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সর্বস্তরের মানুষ আমাদের সাথে রয়েছে। দিনকে দিন এই সংখ্যা বাড়ছে। সংগঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এমনই এক বাস্তবতায় এনসিপি তাদের রাজনৈতিক পরিসর বাড়ানোর চিন্তা করেছে। এরই অংশ হিসেবে যুব সমাজকে নয়া রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত করতে যুব উইং গঠন করতে যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে এতে বলা হয়, ‘আগামী ১৬ মে শুক্রবার যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। গুলিস্তানের ২৩ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ের ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যুব রাজনীতির ইতিহাস উল্লেখ করার মতো তেমন সফল নয়। আমরা দেখেছি, সংগঠন তৈরি হয়েছে কিন্তু সেখানে রাজনৈতিক আদর্শ বিলীন। রাজনৈতিক সংগঠনের নামে ক্ষমতার অপব্যবহার করে পদ-পদবি বাগিয়ে নেয়া আর চাঁদাবাজি, দখলবাজি, হামলা-মামলার মাধ্যমে আধিপত্য স্থায়ী করার চর্চা দেখেছি আমরা। এ কারণে রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের ধারণাও ইতিবাচক নয়।’

এতে বলা হয়, ‘জাতীয় স্বার্থের জন্য সেই দায়িত্ববোধ থেকেই সংগঠিত হচ্ছে যুবশক্তি। ক্ষমতা নয়, জনতা-নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবাইকে ক্ষমতার চর্চা থেকে ফিরিয়ে এনে নৈতিক আদর্শের চর্চার মাধ্যমে যুব সমাজের মধ্যে রাজনীতির সুবাতাস ছড়িতে দিতে চায় যুবশক্তি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাতচল্লিশের ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নার ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান শেষে মহান মুক্তিযুদ্ধে যুব সমাজই ছিল অগ্রভাগে। দেশপ্রেম প্রবল থাকা সত্তও প্রায় নব্বই শতাংশ তরুণ মনে করে রাজনীতিতে জড়ানো ঝুঁকিপূর্ণ ও নিষ্ফল। তাদের কথা বলার ও শোনার সহজলভ্য ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম নেই। যেখানে নিরাপদে অংশ নিয়ে নিজেদের কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে পারে যুব সমাজ। সেখানেই পরিবর্তন আনতে অঙ্গীকারাবদ্ধ যুবশক্তি। আমরা এমন একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করতে চাই, যেখানে স্বাধীন মত প্রকাশ ও নৈতিক আদর্শে উজ্জীবিত যুব সমাজ তাদের কাঙ্খিত রাজনীতি করতে পারবে। ’

এতে বলা হয়, ‘যুবশক্তি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। একটি অঙ্গীকার। যেখানে দেশের প্রতিটি সচেতন, উদ্যমী, দেশপ্রেমিক তরুণ-তরুণী একত্রিত হয়ে গড়ে তুলবে নতুন এক বাংলাদেশ। তরুণদের সমস্যা চিহ্নিত করে তাদের কর্মক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ যুবশক্তি। এই প্ল্যাটফর্ম তরুণদের জন্য চিন্তা করবে, তরুণদের দ্বারা পরিচালিত হবে এবং তরুণদের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ রচনায় কাজ করবে। ’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের বিশ্বাস অচিরেই দেশব্যাপী একটি নতুন জাগরণ হিসেবে ছড়িয়ে পড়বে যুবশক্তি। নতুন বাংলাদেশ বিনির্মাণে যারাই পরিবর্তনের কথা ভাবে, দেশের জন্য কিছু করতে চায়- তাদের সবাইকে আমরা এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, যুবশক্তির আজকের এই শুভযাত্রা একদিন ইতিহাসের মোড় ঘোরানো অধ্যায় হয়ে উঠবে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১