বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ওআইসি প্রতিনিধিদল: মন্ত্রী

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিদের একটি উচ্চ-পর্যায়ের দল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

আগামী শনিবার ঢাকায় ইসলামি সহযোগী সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের (ওআইসি-সিএফএম) ৪৫তম অধিবেশন শুরু হবে।তার ঠিক একদিন আগে ওআইসিভুক্ত দেশ এবং বিভিন্ন সংস্থার আগ্রহী প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।

মাহমুদ আলী বলেন, শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, এই বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘টেকসই শান্তির জন্য ইসলামি মূল্যবোধ, সংহতি ওউন্নয়ন’।

মাহমুদ আলী বলেন, সম্মেলনে রোহিঙ্গা সংকট অনেক গুরুত্ব পাবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ওআইসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৫৫০ জনপ্রতিনিধি যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারে নিয়োজিত দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রাই সম্মেলনে উপস্থিত থাকবেন।

ঢাকায় ৪৫তম এই সম্মেলনের মাধ্যমে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশকে সিএফএফ এর সভাপতির দায়িত্ব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024