বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরুতেই তাসকিনের আঘাত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়ে সিরিজে সমতায় ফিরেছে লঙ্কানরা। তাই তৃতীয় এবং শেষ ম্যাচটি হয়েছে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর বল হাতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তাসকি আহমেদ।

টসে হেরে টাইগারদের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শরিফুল ইসলাম। টাইগার পেসারের করা প্রথম ওভারে স্কোরবোর্ডে ১ রান যোগ করতে সক্ষম হয় দুই লঙ্কান ওপেনার। এরপর দ্বিতীয় ওভারে বল করতে আসেন আরেক পেসার তাসকিন। তাসকিনের করা দ্বিতীয় ওভারের প্রথম দুইটি বল দেখেশুনেই খেলেছিলেন আগের ম্যাচে শতক হাঁকানো লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে তৃতীয় বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ফলে ফিরতে হয়েছে ১ রানেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩ রান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024