আর্জেন্টিনা ও জার্মানির পর তৃতীয় দেশ হিসেবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। এশিয়ার দেশ উজবেকিস্তানকে ম্যাচের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি কিশোররা।
জাকার্তায় ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে ফরাসি কিশোররা। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দল। তবে দারুণভাবে টক্কর দেয় উজবেকিস্তানের ফুটবলাররা। প্রথমার্ধে দুদলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি কেউই। ম্যাচের শেষ মুহূর্তে গোলের দেখা পায় ফরাসিরা। ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ইসমাইল বৌনিব। তার গোলেই উজবেকিস্তানকে হারিয়ে সেমির টিকিট কাটে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
আগামী ২৮ নভেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে জার্মানি ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। আর দ্বিতীয় সেমিতে মালি ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স।