বাংলা নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় হল ডাইনিংয়ের খাবার বন্ধ করে দিয়েছেন হল প্রাধ্যক্ষ। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে। এ সিদ্ধান্তে শিক্ষার্থীরা খাবার সংকটে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, ক্লাস-পরীক্ষাসহ বিভিন্ন কারণে অনেকেই র্যালিতে অংশ গ্রহণ করতে পারেনি। তাই প্রাধ্যক্ষ রাগ করে ২ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয়, আমাদের দুপুরে খাবার দেওয়া হবে না। আপাতত ডাইনিং বন্ধ থাকবে, কতদিন বা কতক্ষণের জন্য বন্ধ থাকবে তা উল্লেখ করেনি। এ বিষয়ে রাত নয়টায় সেন্ট্রাল মিটিং হবে। দুপুরের রান্নাও হয়ে গেছে শুধু উনার জেদের কারণে খাবার বন্ধ করে দেওয়া হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, যারা র্যালিতে যায়নি তাদেরকে হলের সিট দেওয়া হবে না, এমন হুমকি দেন প্রাধ্যক্ষ। হলে আমরা কি খেয়ে থাকবো? আমাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে আমরা এমন প্রাধাক্ষ্য চাই না, দ্রুত তার পদত্যাগ চাই।’
এ বিষয়ে খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছরের ন্যায় হল থেকেও আমরা অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলাম। একটা হলে ৪০০ মেয়ে আছে, সেখানে ২০/৩০ জন উপস্থিত হওয়ার কথা না? অথচ সেখানে ৬/৭ জন উপস্থিত হয়। আমাদের ব্যান্ড পার্টি ছিল, এই সাতজন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সম্ভব না হওয়ায় প্ল্যান ক্যান্সেল করি। আর অল্প সময়ের মধ্যে ডাইনিংয়ের খাবারের ব্যবস্থা করা খুব ডিফিকাল্ট ছিল। তাই আমরা সাড়ে ১১ টার দিকে নোটিশে জানিয়ে দেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে না।
শিক্ষার্থীদের পদত্যাগের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নিবেন।’