বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় ৮০ বছর পর প্রথমবার যমজ হাতির জন্ম

শ্রীলঙ্কায় ৮০ বছর পর একটি হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। সুরাঙ্গি নামের ২৫ বছর বয়সী হাতিটি মঙ্গলবার দুটি শাবকের জন্ম দেয়।সদ্য জন্ম নেওয়া দুটি শাবকই পুরুষ। শ্রীলঙ্কায় ঠিকানাহীন হাতির মূল আশ্রয়স্থল পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে রয়েছে সুরাঙ্গি।প্রতিষ্ঠানটির প্রধান রেনুকা জানান, জন্ম হওয়া শাবক দুটি ও মা হাতি ভালো আছে।শাবক দুটি আকারে তুলনামূলক ছোট হলেও সেগুলোর কোনো শারীরিক সমস্যা নেই।শ্রীলঙ্কার হাতি বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে এর আগে হাতির যমজ শাবকের জন্ম হয়েছিল ১৯৪১ সালে।হাতিদের এই আশ্রয়স্থলে ৮১টি হাতি বাস করে।ঠিকানাহীন বন্য হাতির যত্ন নিতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।এখন তা শ্রীলঙ্কার অন্যতম দর্শনীয় স্থান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০