
কবিঃ মিজান বিএসসি
টুঙ্গি পাড়ার ছোট্ট খোকা
কে ভেবেছে কবে,
বড় হয়ে দেশ দরদী
বঙ্গ নেতা হবে।
শৈশবে তার আচরণে
দরদ ফুটে ওঠে,
যৌবনের প্রথম ক্ষণেই
নতৃত্বের গুণ ফুটে।
নেতা হয়ে লড়েন তিনি
জালিম শাহীর সাথে,
শত কষ্ট জুলুম সহে
জয়ী হন তাতে ।
বঙ্গ ভূমের শ্রেষ্ঠ নেতা
বিশ্বময় যার নাম,
তিনি হলেন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।