
কবিঃ কল্পনা দাস
প্রতিদিনই ঘটছে কত
নানারকম ঘটন
সত্যের উপর প্রলেপ দিয়ে
সাজায় যে যার মতন।ক্ষমতা আর টাকার পিছে
ঘুরছে সদাই চাকা
সততা, ন্যায়,নীতি সেথা
একেবারেই ফাঁকা।সত্যের পথে চলবো সদা
বলি শুধু মুখে
এমন যেন না হই মোরা
দাঁড়াবো সব রুখে।সমাজটাকে বদলে দিতে
কবির মাধ্যম কলম
সুস্থ, সুন্দর সমাজ গড়তে
লেখনী হোক মলম।সত্য এবং ন্যায়ের পথে
কবির কলম চলুক
আসবে বাঁধা, পিছে লোকে
যা ইচ্ছে তাই বলুক।