শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্য কাঁদে সুনির্জনে

কবিঃ শাহী সবুর
অসত্য আর অবনিষ্ঠা প্রসারিত আজ
পূজারীর অর্ঘ্যদান অসত্যের পদে,
বিজয়ের মালা আজ পাপিষ্ঠার গলে
মহাসত্য শ্বাসরুদ্ধ নিমজ্জিত নদে।

শরবিদ্ধ নীতি আজ যাতনায় কাতর
আস্ফালনে মিথ্যা চলে দ্বিচারিণী বেশে,
সৎ সাধু বাকরুদ্ধ লম্পট দাপটে
অসত্যের কেতন উড়ে মিথ্যার আকাশে।

চাতুরীর চারুকলায় বিধাতা নীরব
এ কেমন মহাবিশ্ব নীরব বধীর!
সব কিছু গোলমেলে বিসহ্য বিষ্ময়,
স্তিমিত হয়ে গেছে সত্যের রুধির।

অসত্যের সঙ্গে চলে সত্যের সখ্যতা
নামাবলী গাত্রে তুলে চোর সাধু সাজে
তীর্থ স্থান যত কপট কবলে
অসত্যের জয়গানে হুলুধ্বনি বাজে।।

নির্বিকারে জ্ঞানী আজ অপলকে চেয়ে
এ কেমন ধরনীর হীন পরাজয়?
কার হেন ইঙ্গিতে সত্য লোপাট
স্তিমিত বাকরূদ্ধ সর্বস্ব বিষ্ময়।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024