
পাকিস্তান জামায়াতে ইসলামির আমির সিরাজুল হক দেশটির কোয়ালিশন সরকার সম্পর্কে বলেছেন, পাকিস্তানের ওপর দুই পরিবারের রাজত্ব চাপিয়ে দেওয়া হয়েছে।
জেআই নেতা সিরাজুল হক বলেন, মধ্যরাতে যে সরকার গঠিত হয়েছে তা দেশে নতুন কিছু নয়।
মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং পাকিস্তান আজ যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার জন্য এই ‘সংস্থা’ দায়ী দাবি করে তিনি বলেন, দুটি পরিবারের রাজত্ব গত তিন দশক ধরে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাদের অতীত, দুর্নীতির কাহিনী জাতির সামনে রয়েছে। আমি জাতির কাছে কৃতজ্ঞ পাকিস্তানের জনগণ অতীতের যেকোনো সময়ের থেকে এখন জামায়াতে ইসলামিকে বেশি বিশ্বাস করে।