বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকিবের দ্রুততম সেঞ্চুরি, এক ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে আজ (বুধবার) প্রথম দিনেই রেকর্ডের পর রেকর্ড হয়েছে। বৈভব সূর্যবংশীর ৮৪ বলে ১৯০ রানের ঝড়ো ইনিংসের পর সাকিবুল গনি ও ইশান কিষাণ অবিশ্বাস্য ব্যাটিং করেন। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের চারটি দ্রুততম সেঞ্চুরির তিনটিই হলো বিজয় হাজারে ট্রফিতে একই দিনে। প্রথমে বৈভব ৩৬ বলে শতক হাঁকান, তারপর ৩৩ বলে কিষাণ ও পরে ৩২ বলে সাকিব তিন অঙ্কের ঘরে পৌঁছান। দুটি ভিন্ন ভেন্যুতে এই রেকর্ড ভাঙাগড়ার খেলা হলো। কেবল দুজন ব্যাটার লিস্ট এ ক্রিকেটে সাকিবের চেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন- জেক ফ্রেসার ম্যাকগুর্ক ও এবি ডি ভিলিয়ার্স।ঝারখণ্ডকে সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়ে ম্যাচ জয়ী সেঞ্চুরি করার এক সপ্তাহ পর আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝড় তোলেন কিষাণ। তার কিছুক্ষণ আগে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ৩২ বলে শতক হাঁকান সাকিব। তাতে লিস্ট এ ক্রিকেটে রেকর্ড ৫৭৪ রান করে দলটি। এই দিনে আরও বেশ কিছু রেকর্ড হয়েছে-

 

৫৭৪/৬- পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে বিহার। এই ফরম্যাটে আর একটি পাঁচশ ছাড়ানো ইনিংস হয়েছিল ২০২২-২৩ বিজয় হাজারে ট্রফিতে, ওইবারও অরুণাচল ছিল ‘ভুক্তভোগী’।তবে নারী-পুরুষ লিস্ট এ ক্রিকেট মিলিয়ে বিহারের সংগ্রহ দ্বিতীয় স্থানে। সবার উপরে শ্রীলঙ্কায় ঘরোয়া ওয়ানডের একটি ইনিংস, ২০০৭ সালে পুষ্পানন্দ লেডিসের বিপক্ষে ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাব ৬৩২ রান করেছিল।

 

৫৯- ১৫০ করতে বৈভব সূর্যবংশীর লেগেছে ৫৯ বল। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে এটি দ্রুততম ১৫০। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের রেকর্ড ভেঙেছেন তিনি।৩২- একই ম্যাচে সাকিবুল গনি ৩২ বলে সেঞ্চুরি করেছেন, লিস্ট এ ক্রিকেটে কোনো ভারতীয়র সবচেয়ে দ্রুততম।

 

৩৮- বিহার তাদের ইনিংসে মোট ৩৮ ছক্কা মেরেছে। পুরুষ লিস্ট এ-র এক ইনিংসে সর্বোচ্চ। ২০১৯ সালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে কানাডার ২৮ ছক্কার রেকর্ড ভেঙেছে তারা।

 

১- বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে তিন সেঞ্চুরির ঘটনা প্রথম। বৈভব ও সাকিবের পর আয়ুশ লোহারুকা ১১৬ রান করেন।১৪ বছর ২৭২ দিন- বুধবার বৈভবের বয়স ১৪ বছর ২৭২ দিন, লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। আগের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন জহুর এলাহি। ১৯৮৬ সালে রেলওয়েসের বিপক্ষে নিজের দ্বিতীয় লিস্ট এ ম্যাচে ১০৩ রান করেন ১৫ বছর ও ২০৯ দিন বয়সী ক্রিকেটার।

 

সিনিয়র লেভেলে বৈভব চার সেঞ্চুরি করেছেন। আগের তিনটি টি-টোয়েন্টি ক্রিকেটে। ১৫ বছর বয়স হওয়ার আগে আর কোনো ক্রিকেটার লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেট দুটোতেই শতক করেনি।

শেয়ার করুনঃ