প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৩, ৪:০২ অপরাহ্ণ
সাবিনাদের ম্যাচসূচিতে পরিবর্তন

সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ ও ৪ ডিসেম্বর ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ দুটি আলাদা সময়ে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বিকাল ৪টায় এবং দ্বিতীয়টি এর এক ঘণ্টা আগেই অনুষ্ঠিত হবে। সফরকারীদের অনুরোধে বাফুফে সময়সূচিতে পরিবর্তন এনেছে। শুক্রবার বাফুফে নারী উইংয়ের সভা শেষে কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এ তথ্য জানান।
মাহফুজা আক্তার বলেন, ‘নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখছি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অতিথিদের নিরাপত্তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’
সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন করছে নারী ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে তিনিই গুরুর দায়িত্বে থাকবেন। এরপরই বিদেশি কোচ দায়িত্ব নিতে পারেন, এমন আভাস কিরণের কণ্ঠেÑ ‘বিদেশি কোচ নিয়োগের বেশ কাছাকাছি। চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’
Copyright © 2025 Michigan Pratidin. All rights reserved. | Developed by UNIK BD