রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সামনে ভয়াবহ ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেছেন, বিশ্ব অর্থনীতি সামনে খারাপ পরিস্থিতি ও ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে। ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল ৫.৫ শতাংশ। বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এ বছর প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৪.১ শতাংশে।

ম্যালপাস বলেন, তাঁর সবচেয়ে বড় উদ্বেগ হলো বিশ্বব্যাপী বৈষম্য বৃদ্ধি। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় শিকার দরিদ্র দেশগুলো উল্লেখ করে তিনি বিবিসিকে বলেন, ‘সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অসমতা, যা সিস্টেমের ভেতরে তৈরি হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে দুর্বল দেশগুলোর অবস্থা এখন আরো খারাপ থেকে খারাপতর হচ্ছে।’
বিশ্বব্যাংক বলছে, ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাপানের মতো সব উন্নত অর্থনীতির দেশের অর্থনীতি মহামারির ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হতে পারে। তবে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর কভিড মহামারি শুরুর আগের তুলনায় প্রবৃদ্ধি ৪ শতাংশ কম থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্রঃ বিবিসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024