বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাহসী মুসকান

কবিঃ মোহাম্মদ শামীম মিয়া

একটা মেয়ে প্রতিবাদী
মনে সাহস কত,
হুংকারে তার দুষ্টুগুলো
পালাল শতশত।

একটা মেয়ে অকুতোভয়
দূতের মতোই এলো,
কতদিন পর নিপিড়ীত
ভাষা খোঁজে পেলো।

হোক না সে কর্ণাটকের
কলেজ পড়ুয়া ছাত্রী,
যে মেয়েটা ন্যায়ের পথে
আলোর পথযাত্রী।

বিশ্ববাসী দেখছে চেয়ে
নব এক বিস্ময়,
অধিকারের ভাষার রঙ
বর্ণ কেমন হয়!

আমরা তো আজ গর্বিত
এমন মেয়ের জন্য,
নতুন করে ইতিহাস রচে
উদাহরণে অনন্য।

মানুষের মাঝে নেই ভেদাভেদ
ধর্ম কিংবা গোত্রে,
এই মেয়েটা গেঁথে দিলো
সাম্যের এক সূত্রে।

মুসকান নামের মেয়েটি আজ
খুব যে পরিচিত,
যে মেয়েটা বিশ্ব বিবেক
নাড়িয়ে দিলো ভিত।

আল্লাহু আকবার ধ্বনির স্বরে
সরব সবার মুখ,
আঁধার টুটে বিশ্বে আবার
বিরাজ করুক সুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০