মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাহিত্যের মেলা

কবিঃ চৈতালী দাস মজুমদার

জীবন পথে চলতে গেলে
পেটে লাগে ভাত,
পেটের জোগাড় করতে গিয়ে
কেটে গেলো রাত।

বাজার থেকে বাজার করে
তবেই রান্না হয়,
ভালো খেয়ে ভালো থেকে
জীবনের হয় জয়।

কাব্য প্রেমিক কাব্য নিয়ে
সাহিত্য বাজার যায়,
কাব্য লিখে কাব্য প্রেমিক
বড়ই মজা পায়।

জীবন পথে কাব্য সুধা
মনেতে দেয় সুখ,
কবি জনে কাব্য লিখে
ভরে তাদের বুক।

সাহিত্যেরই আঙিনাতে
খুশি সকল কবি,
মনের ঘরে আঁকতে থাকে
প্রিয়জনের ছবি।

কবিরা সব কাব্য নিয়ে
বইমেলাতেই যায়,
উপন্যাস আর কাব্য পড়ে
কতো যে সুখ পায়।

বইমেলাতে বসেই দেখি
সাহিত্যেরই জয়,
কতো বইয়ের সমারহ
দেখে শান্তি হয়।

টাকা পয়সা পায়না কবি
তবুও খুশি মন,
সাহিত্যেরই মাঝে কবি
কাটায় সারাক্ষণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

All Rights Reserved ©2024