প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানের ব্যবধানে হেরেছে সিলেট। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে সিলেট থামে ৮ উইকেটে ১৫৩ রানে।
বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।
আর এতে শিরোপার মঞ্চে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হলো শান্তর দল।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটার জাকির হাসান ও আরিফুল ইসলামকে খালি হাতে ফিরিয়ে দেন বিনুরা ফার্নান্ডো। তৃতীয় উইকেটে ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৬৯ রানের মূল্যবান জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান স্যাম বিলিংস।
তবে দুর্ভাগ্যজনক রানআউটে ইমন বিদায় নিলে ম্যাচে আবারও নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। এক পর্যায়ে উইলিয়ামসনের হাতে জীবন পেলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি বিলিংস।
আফিফ হোসেন কিছুটা আশা জাগালেও পরিচিত চিত্রের পুনরাবৃত্তি ঘটে, ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তিনিও। শেষ পর্যন্ত লক্ষ্যের কাছাকাছি গিয়েও ১২ রান দূরেই থামতে হয় সিলেটকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন পারভেজ হোসেন ইমন, ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংস। বিলিংস খেলেন ২৮ বলে ৩৭ রান। আফিফের ব্যাট থেকে আসে ২১ রান। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্ডো, ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
Copyright © 2026 Michigan Pratidin. All rights reserved. | Developed by UNIK BD