
আধ্যাত্মিক রাজধানী সিলেটে সোমবার (৪মার্চ ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার
তিনম্যাচ সিরিজের টি-২০ ক্রিকেট ম্যাচ।এ উপলক্ষে একদিন আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
রোববার(৩ মার্চ) দুপুর সোয়া ১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।
ট্রফি উন্মোচনকালে উপস্থিত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সকালে,রোববার সকালে গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি সেসময় তিনি বলেন, দলে এমন খেলোয়াড় আছে যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, ‘আলাদাভাবে চিন্তা করছি না, আমি ক্যাপ্টেন আমাকে অনেক কিছু করতে হবে। দলের সবাইকেই যার যার কাজটা ঠিকভাবে করতে হবে। তাহলে আমার জন্য সহজ হবে। এখানে যারা আছে সবাই ভালো অবস্থানে আছে, আশা করি সবাই ভালো করবে এই সিরিজে। আমাদের টিমে যে ৫-৬টা বোলার আছে, সবাই অভিজ্ঞ ও দক্ষ। আমার মনে হয় তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।