বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাফেজ আব্দুস শাকুর (৬২) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুস শাকুরের সঙ্গে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী বদরুল ইসলাম ও নজরুল ইসলামের। তাদের উভয়পক্ষের মধ্যে মামলাও চলছে। শুক্রবার সকাল ১০টায় হাফেজ আব্দুস শাকুর বিরোধপূর্ণ জায়গায় আনারসের চারা লাগাতে গেলে নজরুল ও বদরুল বাধা দেন। এ সময় উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায়।এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে শাকুর নিহত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০