সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতা খু’ন

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা, আব্দুর রাজ্জাক। শুক্রবার সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) ও মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সকালে পরিবারের সদস্যরা রাজ্জাককে খুঁজে না পেয়ে বাড়ির ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পারিবারিক সদস্যদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগ নেতা খু’ন

আপডেট ০৮:০৬:৩৭ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা, আব্দুর রাজ্জাক। শুক্রবার সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) ও মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সকালে পরিবারের সদস্যরা রাজ্জাককে খুঁজে না পেয়ে বাড়ির ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পারিবারিক সদস্যদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে।