বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে সম্মাননা পেলেন ৫ গুণী নারী সাংবাদিক

মিশিগান প্রতিদিন ডেস্কঃ সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের জন্য সিলেট লেখিকা সংঘের পক্ষ থেকে ৫ গুণী নারী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। মধুবন সুপার মার্কেটের সিলেট লেখিকা সংঘের কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয়।

সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক হোসনে আরা কলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (প্রধানমন্ত্রীর কার্যালয়) পরিচালক (উপসচিব) জুলিয়া জেসমিন মিলি।

এসময় অনুষ্ঠানের সভাপতি রওশান আরা চৌধুরী এবং প্রধান অতিথি জুলিয়া যেসমিন মিলি সম্মাননা ক্রেস্ট তোলে দেন। সম্মাননা পাওয়া সিলেটের পাঁচজন গুণী সাংবাদিকরা হলেন, সিলেট লেখিকা সংঘের সহ সভাপতি ও দক্ষ সংগঠক রওশান জাহান চৌধুরী জেসমিন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (সিলেট অঞ্চল) এর সভাপতি বিলকিস আক্তার সুমি, সহ সভাপতি সুমা জায়গীরদার, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম,দফতর সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি এবং কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০