বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুখের মূলে নারী

কবিঃ খলিলুর রহমান খলিল

নারী পুরুষ মিলে সংসার
সংসারের হাল ধরে,
দু’জনার মন এক না হলে
সংসার দুখে ভরে।

একের বুদ্ধি কমতি হলে
ঝগড়া বিবাদ বাঁধে,
সংসার জীবন জ্বালাতনে
কেউবা দুখে কাঁদে।

একে অন্যের সহমর্মি
বুঝলে মনের ব্যথা,
ভালোবাসা জমে তখন
বলে সুখের কথা।

যে যাই বলি দৈনন্দিনে
নারীর কর্ম বেশি,
অকৃতজ্ঞ কিছু পুরুষ
করছি রেষারেষি।

নারী সুখের নারী দুখের
সংসার জীবন পাড়ি,
নারী ছাড়া সুখ মিলে না
সুখের মূলে নারী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024