বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন না আ.লীগের কেউ

বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, বৈঠক আওয়ামী লীগের কেউ ছিলেন না। জামায়াতের আমীর ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সোমবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সেনা সদর দফতরে এ বৈঠক দেশের বর্তমান সঙ্কট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে জানান সেনাপ্রধান।

 

তিনি জানান, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এ সময় আসিফ নজরুল আন্দোলনকারী সমন্বয়কদের সঙ্গে ফোনে কথা বলেন।

 

এসময় অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে বলে জানান তিনি ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।

 

ওয়াকার-উজ-জামান বলেন, সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখিয়েন। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০