শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেবা প্রথা বদল করো

কবিঃ শাহী সবুর

রোগীর সেবা করতে আমার
বড্ড ইচ্ছা হয় ,
কিভাবে যে করব সেবা
ভাবতে লাগে ভয়।

রোগী দেখতে হাসপাতালে
অনেকে নেয় ফল ,
ভাবে রোগী ফল যদি খায়
বাড়বে গায়ে বল।

অনেক রোগীর খাবার নিয়ে
ডাক্তার করে মানা,
এই কারণে খায় না রোগী
সকল রকম খানা।

গরিব রোগী দেখতে গিয়ে
ফল যদি দাও তাকে,
ডাক্তার যদি করে মানা
ফল খাওয়াবে কাকে?

গরিব রোগী দেখতে গিয়ে
টাকা দিলে তারে,
সেটা দিয়ে ইচ্ছামতো
সেবা নিতে পারে।

হাসপাতালে থাকলে রোগী
স্বজনেরা যায়,
সবাই কেবল খবর রাখে
রোগী সে কি খায়?

রোগীর কাছে খাবার থেকে
ওষুধ দরকার আগে,
কারোর মনে সেই কথাটা
একটুও না জাগে।

গরিব রোগী টাকা পেলে
সকল সেবা পাবে,
সেবা পেলে দ্রুত সেরে
বাড়ি চলে যাবে।

রোগী দেখতে গেলে কেহ
ফল নিও না সাথে,
সাধ্যমত টাকা দিও
গরিব রোগীর হাতে।।

দশের লাঠি একের বোঝা
মাথায় রাখি সবে,
টাকা দিয়ে দুস্থ রোগীর
সেবা করতে হবে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১