সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রাম্পের ‘মৃত্যুর খবর’, মুখ খুলল হোয়াইট হাউস

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী ট্রাম্প ২০২৫ সালেই দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসেছেন। তাঁর শুল্ক আরোপের জেরে স্তম্ভিত গোটা বিশ্ব। এর মাঝেই এল একটা খবর। প্রয়াত ডনাল্ড ট্রাম্প। এই খবর কোনও সংবাদসংস্থা বা হোয়াইট হাউসের তরফে আসেনি। এসেছে নেটিজেনদের তরফে। সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা। ট্রেন্ডিং একটা টপিক। ‘ট্রাম্প ইজ ডেড’। সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট  মারা গিয়েছেন? ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে হ্যান্ডেলে প্রায় ৫৭ হাজার পোস্ট হয়েছে। তুমুল জল্পনা মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে। এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, নানা পোস্ট আসতে শুরু করেছে, তখন মুখ খুলতে বাধ্য হল হোয়াইট হাউস। বিবৃতি দিয়ে জানানো হল প্রেসিডেন্টের স্বাস্থ্যের আপডেট। ওভাল অফিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। তাহলে এই মৃত্যুর খবর ছড়াল কী করে? ট্রাম্পের মৃত্যু নিয়ে এই জল্পনার আগেই অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট  জেডি ভান্স।

গত ২৭ আগস্ট এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যদি অত্যন্ত দুঃখজনক কোনও ঘটনা ঘটে তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। তবে একইসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, ট্রাম্পের স্বাস্থ্য অবিশ্বাস্যভাবে ভালো। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে ‘ফিট’ ও ‘এনার্জেটিক’ বলে উল্লেখ করেন তিনি। তবে একইসঙ্গে ভান্স জানিয়ে রাখেন,  ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ২০০ দিনে আমি অনেক কিছু শিখেছি। ঈশ্বর না করুন যদি তেমন কিছু ঘটে তাহলে দায়িত্ব পালন করতে এর চেয়ে ভালো প্রশিক্ষণের কথা আমি ভাবতে পারি না। ৭৯ বছর বয়সী ট্রাম্প আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ।

অন্যদিকে ৪১ বছর বয়সী ভান্সহলেন আমেরিকার ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট। নেটিজেনদের একাংশের দাবি, বিগত বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জুলাইয়ের শুরুতে, হোয়াইট হাউস তাঁর গোড়ালিতে ফোলাভাবের ছবি প্রকাশের পর উদ্বেগ বেড়েছিল । কর্মকর্তারা নিশ্চিত করেন যে মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে শিরাজনিত সমস্যা র‍য়েছে তাঁর। যা ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে সাধারণ রোগ। এই সপ্তাহের শুরুতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট  লি জে মিউং-এর সাথে করমর্দনের সময়েও  ট্রাম্পের ডান হাতের পিছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে ট্রাম্পের চিকিৎসক ডাঃ শন বারবাবেলার একটি নোটও প্রকাশ করেছে প্রশাসন। যেখানে  তিনি লিখেছেন যে ‘ঘন ঘন করমর্দনের ফলে এবং অ্যাসপিরিন ব্যবহারের ফলে নরম টিস্যুতে সামান্য জ্বালাপোড়ার সঙ্গে ক্ষত দেখা গিয়েছে, যা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। ‘

সূত্র : ইন্ডিয়া টুডে

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রাম্পের ‘মৃত্যুর খবর’, মুখ খুলল হোয়াইট হাউস

আপডেট ০৭:৪৪:৪৫ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৭৯ বছর বয়সী ট্রাম্প ২০২৫ সালেই দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসেছেন। তাঁর শুল্ক আরোপের জেরে স্তম্ভিত গোটা বিশ্ব। এর মাঝেই এল একটা খবর। প্রয়াত ডনাল্ড ট্রাম্প। এই খবর কোনও সংবাদসংস্থা বা হোয়াইট হাউসের তরফে আসেনি। এসেছে নেটিজেনদের তরফে। সোশ্যাল মিডিয়া জুড়ে জোর চর্চা। ট্রেন্ডিং একটা টপিক। ‘ট্রাম্প ইজ ডেড’। সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট  মারা গিয়েছেন? ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে হ্যান্ডেলে প্রায় ৫৭ হাজার পোস্ট হয়েছে। তুমুল জল্পনা মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে। এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, নানা পোস্ট আসতে শুরু করেছে, তখন মুখ খুলতে বাধ্য হল হোয়াইট হাউস। বিবৃতি দিয়ে জানানো হল প্রেসিডেন্টের স্বাস্থ্যের আপডেট। ওভাল অফিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। তাহলে এই মৃত্যুর খবর ছড়াল কী করে? ট্রাম্পের মৃত্যু নিয়ে এই জল্পনার আগেই অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট  জেডি ভান্স।

গত ২৭ আগস্ট এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যদি অত্যন্ত দুঃখজনক কোনও ঘটনা ঘটে তাহলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। তবে একইসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, ট্রাম্পের স্বাস্থ্য অবিশ্বাস্যভাবে ভালো। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে ‘ফিট’ ও ‘এনার্জেটিক’ বলে উল্লেখ করেন তিনি। তবে একইসঙ্গে ভান্স জানিয়ে রাখেন,  ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ২০০ দিনে আমি অনেক কিছু শিখেছি। ঈশ্বর না করুন যদি তেমন কিছু ঘটে তাহলে দায়িত্ব পালন করতে এর চেয়ে ভালো প্রশিক্ষণের কথা আমি ভাবতে পারি না। ৭৯ বছর বয়সী ট্রাম্প আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ।

অন্যদিকে ৪১ বছর বয়সী ভান্সহলেন আমেরিকার ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট। নেটিজেনদের একাংশের দাবি, বিগত বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জুলাইয়ের শুরুতে, হোয়াইট হাউস তাঁর গোড়ালিতে ফোলাভাবের ছবি প্রকাশের পর উদ্বেগ বেড়েছিল । কর্মকর্তারা নিশ্চিত করেন যে মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে শিরাজনিত সমস্যা র‍য়েছে তাঁর। যা ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে সাধারণ রোগ। এই সপ্তাহের শুরুতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট  লি জে মিউং-এর সাথে করমর্দনের সময়েও  ট্রাম্পের ডান হাতের পিছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে ট্রাম্পের চিকিৎসক ডাঃ শন বারবাবেলার একটি নোটও প্রকাশ করেছে প্রশাসন। যেখানে  তিনি লিখেছেন যে ‘ঘন ঘন করমর্দনের ফলে এবং অ্যাসপিরিন ব্যবহারের ফলে নরম টিস্যুতে সামান্য জ্বালাপোড়ার সঙ্গে ক্ষত দেখা গিয়েছে, যা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। ‘

সূত্র : ইন্ডিয়া টুডে