বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদিতে জিলহজের চাঁদ দেখা যায়নি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দেখা যায়নি ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। সে হিসেবে সৌদিতে আগামী ১৭ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সাধারণ নাগরিকদের জিলহজের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির রয়্যাল কোর্ট। এছাড়া জ্যোতির্বিদদের নিয়ে গঠিত চাঁদ দেখা কমিটিও চাঁদ দেখার প্রস্তুতি নেয়।

 

বিশেষ করে সুদাইর এবং তুমাইরের পশ্চিম আকাশে বেশি নজর রাখা হয়। কারণ সৌদির সুপ্রিম কোর্ট এ দুটি শহরে চাঁদ দেখার দায়িত্বে থাকা ব্যক্তিদের স্বাক্ষ্য অনুযায়ী বেশিরভাগ সময় ঈদ ও রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করে থাকে। আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৭ জুন হবে হজ। এদিন লাখ লাখ হাজির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনীতে মুখরিত হবে আরাফাতের ময়দান।

 

হজ শেষে ১৭ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পালিত হবে ঈদুল আজহা। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করবেন।

 

দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সৌদির সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জানায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তুমাইর থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টার দিকে আরেক আপডেটে ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় দেশের অন্যান্য কেন্দ্রগুলো থেকেও চাঁদ দেখতে পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০