শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ

অলিম্পিক গেমসে বাংলাদেশ কখনো পদক জিততে পারেনি। তবে স্পেশাল অলিম্পিকে অনেক পদক রয়েছে বাংলাদেশের। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার গেমস। ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল।আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। বাংলাদেশ গতকাল সেমিফাইনালে বাংলাদেশকে হারায়। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু।এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১