বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বীকৃতি নয়, তালেবানের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য

তালেবান সরকারকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।তিনি বলেন, তবে আফগানিস্তানে নতুন বাস্তবতা মোকাবিলা করতে হবে এবং লন্ডন চায় না যুদ্ধবিধ্বস্ত দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে যাক।খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।আজ শুক্রবার পাকিস্তান সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে এখনো প্রায় ১৫ হাজার মানুষ আছেন, যাদের মধ্যে কিছু ব্রিটিশ নাগরিক এবং বাকিরা যুদ্ধকালীন সেনাদের সহযোগিতা করেছিলেন।তালেবানের সঙ্গে সহযোগিতা ছাড়া তাদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব নয়।তিনি বলেন, ‘আমরা যে পন্থা অবলম্বন করছি তা হলো-যুক্তরাজ্য তালেবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেবে না।তবে সরকারের চেয়েও রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে।আমরা তাদের (তালেবান) সঙ্গে জড়িত হওয়ার সক্ষমতার দিকে গুরুত্ব দেই। পাশাপাশি যোগাযোগের একটি সরাসরি লাইন রয়েছে।’ আফগানিস্তানে বড় ধরনের মানবাধিকার সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে পশ্চিমা দেশগুলো।দেশটির ভঙ্গুর অর্থনীতি হাজার হাজার মানুষকে শরণার্থীতে রুপান্তর করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০