
কবিঃ কল্পনা দাস
সময় বয়ে যায় অবিরাম
কভু থেমে রয় না
সেসব দিনের স্মৃতিগুলো
ভুলে থাকা যায় না।আমার কাছে অনেক প্রিয়
মানুষ তুমি ছিলে
মধুর মধুর স্মৃতি আছে
তোমায় আমায় মিলে।শত কাজের মাঝেও পড়ে
তোমার কথা মনে
নানান গল্পে বিকেলগুলো
কাটতো তোমার সনে।একসাথে ঘর বাঁধবো মোরা
ছিলো মনে আশা
মনের গহীন বনে আমি
বেঁধেছিলাম বাসা।হঠাৎ কোথায় চলে গেলে
আসোনিতো ফিরে
স্মৃতিগুলো রয়েছে যে
আমার চারপাশ ঘিরে।