
এই গ্রহের সবচেয়ে বড় প্রাণী কে? নিঃসন্দেহে নীল তিমি। প্রাণীগুলো আকারে কতটা বড় হয়? অনেক বড় হয়।জানা যায়, একটি নীল তিমি (Blue whales) সাধারণত ৯০ বছর বাঁচে। দর্শনীয় এই জলজ প্রাণীটি লম্বায় হয় ১১০ ফুটের মতো। বিভিন্নভাবে এর দৈর্ঘ্যের ব্যাখ্যা দেওয়া চলে। তবে যে তিমিটি নিয়ে আলোচনা, বলা হচ্ছে দু’টি প্রমাণ আকারের বাস মিলে যতটা দৈর্ঘ্য হয়, ততটাই লম্বা সদ্য দেখতে পাওয়া এই নীল তিমিটি! এবারের এই বিশেষ তিমিটিকে দেখা গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরি বে-তে, গত সপ্তাহে।মন্টেরি বে-তে স্বল্প দূরত্বের এক সমুদ্রভ্রমণে বেরিয়ে পর্যটকেরা গত সপ্তাহে এই বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন। নৌকা থেকে পর্যটকেরা নীল জলরাশি ভেদ করে লাফ দিয়ে ওঠা ৯০ ফুট দীর্ঘ নীল তিমির ওই অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করে মুগ্ধ ও রোমাঞ্চিত।