শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রংপুর জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছা. জিলুফা সুলতানাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ দেয়। উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এ আদেশে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার ৭ জানুয়ারির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কর্মরক হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

ইসির উপসচিব মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি দেন। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় তাকে প্রত্যাহার করে পদটিতে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হচ্ছে। হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জিলুফা সুলতানা ২৭তম বিসিএসের কর্মকর্তা।

এদিকে, অপর এক আদেশে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে হবিগঞ্জের সাবেক ডিসি দেবী চন্দকে বদলী করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১