বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাজার বছরেও এমন বৃষ্টি দেখেনি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত এনেছে শক্তিশালী হ্যারিকেন মিল্টন। ঘূর্ণিঝড়টির প্রভাবে সেখানে শুরু হয়েছে ভারি বৃষ্টি। এখন পর্যন্ত সেখানে ১৮ ইঞ্চির বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা হাজার বছরের মধ্যে প্রথম ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিবেগে আঘাত আনে মিল্টন। এতে বৈদ্যুতিক খুঁটি, ও গাছ পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামোও। এর মধ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে গেছে অনেক কিছু।ক্লিয়ারওয়টার বিচ এর রিপোর্ট অনুযায়ী সেন্ট পিটার্সবার্গ ও ট্যাম্পায় ১৪ ইঞ্চির বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

গতকাল বুধবার ফ্লোরিডার পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে হ্যারিকেন মিল্টন। এটি টর্নেডোতে রূপান্তর হওয়াতে সেসব এলাকায় প্রচুর পরিমানে বৃষ্টিপাত হয়েছে।

পূর্বের চেয়ে কিছুটা দুর্বল হলেও ক্যাটাগরি-১ হারিকেনের শক্তি ধরে রাখা মিল্টন এখনো উপকূলের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ তাণ্ডব চালাচ্ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাওয়ার আউটেজ.ইউএস ট্র্যাকার অনুসারে, অঙ্গরাজ্যজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যা দ্রুত বাড়ছে। হ্যারিকেনের তাণ্ডবে ইতোমধ্যেই ১২ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০