
কবিঃশাহী সবুর
এত ভালবাসলাম তোমায় তবু গেলে ভুলে,
অজানাতে হারায় গেলে মনের দুয়ার খুলে।
স্বপ্নে দেখায় আমার মনে
চলে গেলে অন্যের সনে
আজও তোমায় খুঁজে বেড়াই জীবন নদীর কুলে
অজানাতে হারায় গেলে মনের দুয়ার খুলে।।
ভালবাসার জাত থাকে না প্রেমের শাস্ত্রে বলে,
এই কারণে প্রেমের মালা দিলেম তোমার গলে,
সেই সে মালা খুলে ফেলে
অন্যের সাথে চলে গেলে
তোমার কথা ভাবতে গেলে হৃদয় উঠে দুলে
অজানাতে হারায় গেলে মনের দুয়ার খুলে।।
বলেছিলে সাথী হয়ে থাকবে তুমি পাশে,
যাবে নাকো ভেসে যদি তীর ভাঙ্গা ঢেউ আসে
সেই তুমি সব ভুলে গিয়ে
সুখী হলে পরকে নিয়ে
ভিন্ন ভোমর বসেছে আজ তোমার ফোঁটা ফুলে,
অজানাতে হারায় গেলে মনের দুয়ার খুলে।।
বুঝিনি তো এমন করে দিয়ে যাবে ফাঁকি,
তোমায় নিয়ে মনের মাঝে স্বপ্ন বাসর আঁকি
না মিটিল মনের আশা
স্বপ্ন বাসর আজ দুরাশা
তোমার স্মৃতি হৃদয় মাঝে রাখছি আজও তুলে,
অজানাতে হারায় গেলে মনের দুয়ার খুলে।।