প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ
হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর মেডিকেল বোর্ড ওনার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এদিকে, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার খবর পেয়ে গুলশানের বাসার সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা।
সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবারও গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।
Copyright © 2025 Michigan Pratidin. All rights reserved. | Developed by UNIK BD