শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসপাতালে ভর্তি পূজা

সামাজিক মাধ্যমে নিয়মিত টলিউড অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন খবরাখবর ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। তবে কয়েকদিন ধরে নেট দুনিয়ায় দেখা নেই তার। কারণ শারীরিকভাবে অসুস্থ তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। পূজা জানান, বেশ কিছুদিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অভিনেত্রীর কথায়, শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। অসুস্থতা নিয়ে অভিনেত্রী আরও বলেন, জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনোরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে। সংকটের সময় অভিনেত্রীর দেখভাল করছেন তার স্বামী। পূজা জানান, এই মুহূর্তে স্বামী কুণাল তার পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ নেই তার যত্ন করার মতো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। সেরে উঠতে আরও বেশকিছুটা সময় লাগবে, জানিয়েছেন অভিনেত্রী। দক্ষিণি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেন পূজা। ২০১১ সালে পূজা তেলুগু ছবিতে কাজ করেছিলেন। অভিনেতা নিখিল সিদ্ধার্থের সঙ্গে ‘ভিদু থেদা’ ছবিতে কাজ করেন তিনি। সেই ছবি খুব জনপ্রিয় হয়। পরে টলিউডে দেব, সোহমের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেন। এর বাইরে টিভি সিরিয়ালে অভিনয় করেছেন পূজা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১