শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৃজিত মুখার্জি

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। এখন কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। শরীরে কিছু সমস্যা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন সৃজিত ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ) ভুগছিলেন।এটি হজমজনিত একটি সমস্যা। বিশেষ করে অনেকটা সময় খালি পেটে থাকলে এ ধরনের সমস্যা হতে পারে। এই রোগের উপসর্গ হল গলা-বুক জ্বালা, সঙ্গে নিঃশ্বাসের সমস্যা।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই উপসর্গের সঙ্গে পরিচালকের মাথা ঘুরছিল এবং শরীরে অস্বস্তি বোধ করার ফলে তড়িঘড়ি তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

প্রথমে হার্টের অসুখ মনে করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন যে সৃজিতের হার্ট একেবারে সুস্থ রয়েছে। সব রিপোর্ট স্বাভাবিক থাকার পাশাপাশি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় রবিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সৃজিত।তার এই পোস্ট থেকে স্পষ্ট যে আপাতত তিনি সুস্থ থাকলেও খাওয়া-দাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে তার। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তনের নির্দেশ থাকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০