মিশিগান প্রতিদিন ডেস্কঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিশিগানের বোল্ডার রিজ ওয়াইল্ড অ্যানিমাল পার্কের একটি জিরাফ মারা গেছে। রিজ ওয়াইল্ড অ্যানিমাল পার্কের কর্মকর্তারা টুকার নামের জিরাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বোল্ডার রিজ ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ এপ্রিল সোমবার ভোরে ১৩ বছর বয়সী টুকারকে প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায় এবং কিছুক্ষন পরেই মারা যায়। মৃত্যুর পূর্বে তার খারাপ স্বাস্থ্যের কোনো লক্ষণ দেখা যায়নি। বোল্ডার রিজের মতে, ময়নাতদন্তের রিপোর্টে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টুকারের মৃত্যু হয়েছে।
টুকারের জন্ম ২০০৯ সালে ১ ডিসেম্বর। সে ছিল অনেকের আনন্দের উৎস এবং পার্কের অন্যতম প্রিয় জিরাফ। টুকার চলে যাওয়ায় বোল্ডার রিজের কর্মকর্তারা হতবাক। তারা বলেন, টুকারকে “বিগ গাই” হিসাবে স্মরণ করা হবে। তার ঘাড়ে সংজ্ঞায়িত ক্রস প্যাটার্ন এবং দীর্ঘ কালো জিভের সাথে সে নাগালের মধ্যে যে কারও হাত থেকে আলতো করে একটি লেটুস পাতা ছিনিয়ে নিতে পারতো। এবং সবাই তাকে খুব মিস করবে।”