বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হ্যামট্রামিক সিটি নির্বাচনে চমক দেখালেন কামরুল-মোহতাসিন

মিশিগান ডেস্কঃ টানা চতুর্থবারের মতো মিশিগানের হ্যামট্রামিক সিটি নির্বাচনে জয়লাভ করে চমক দেখালেন হ্যামট্রামিক সিটির মেয়র প্রোটেম হিসেবে দায়িত্বে থাকা বাংলাদেশি -আমেরিকান মোহাম্মদ কামরুল হাসান। পাশাপাশি প্রথমবারের মতো প্রতিদদন্ধীতা করে চমক দেখালেন মোহতাসিন সাদমান। গত মঙ্গলবার (৭ নভেম্বর) হ্যামট্রামিক সিটি নির্বাচনে কামরুল হাসান ১৬১৮টি ভোট পেয়ে প্রথমস্থান লাভ করেন। মোহতাসিন সাদমান ১২৩৮ ভোট পেয়ে তৃতীয় স্থানের অধিকারী হন।সিটি কাউন্সিল নির্বাচনে দুইজন বাংলাদেশি আমেরিকান আবারো নির্বাচিত হওয়ায় কমিউনটিতে চলছে আনন্দ উৎসব। কাউন্সিলর কামরুল হাসানের দেশের বাড়ি চট্টগ্রাম এবং মোহতাসিন সাদমানের সিলেট জেলায়। এ দুই কাউন্সিলর আগামী ৪ বছরের জন্য হ্যামট্রামেক সিটি পরিষদে কাউন্সিলর হিসেবে তাঁদের অর্পিত দায়িত্ব পালন করবেন। কাউন্সিলর কামরুল হাসান ও মোহতাসিন সাদমান জানান, তাদের ওপর অর্পিত দায়িত্ব ও শহরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।৭ সদস্য বিশিষ্ট হ্যামট্রামিক সিটির পুরো পরিষদই হচ্ছেন মুসলিম জনপ্রতিনিধি। যার মধ্যে মেয়র ও কাউন্সিলর ৩ জন ইয়ামিনি- আমেরিকান এবং বাকি ৪ জন বাংলাদেশি-আমেরিকান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০