শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে আমাদের দলের পক্ষে কোনো একক প্রার্থী থাকবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করব।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংস্কারের পক্ষে থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা, আজাদির পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। যেখানে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে আমরা অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরও বলেন, এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা। জাতীয় নির্বাচনে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সবার অংশগ্রহণ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণঅভ্যুত্থানের পর আমরা যে জনআকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাইছি, এই ঐক্য তা বাস্তবায়নে পরিপূর্ণ সহায়ক হবে।তিনি বলেন, নির্বাচনী সমঝোতা বা ১১ দল ঐক্যবদ্ধভাবে সারাদেশে প্রার্থী দেবে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং আমাদের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটার বাস্তবায়ন ঘটবে। জনগণের পক্ষে এবং আজাদির পক্ষে এই নির্বাচনের ফলাফল ঘরে তুলব, এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ার করুনঃ