শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪৪ ধারা জারি করা হয়েছে নোয়াখালী তে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের রবিবার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করার জের ধরে সেখানে উত্তেজনা বিরাজ করায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় রংমালা বাজার ও তৎসংলগ্ন ৫ কিলোমিটার এলাকা ১৪৪ ধারা জারি করেছে। রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার রাত ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভার একটি আলোচনা সভা থেকে রবিবার সকাল ১০টায় উপজেলার রংমালা বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অপরদিকে একইদিন রাত সাড়ে ৯টায় সেতুমন্ত্রীর ভাগ্নে কাদের মির্জার বিরোধী ও উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে একই বাজারের রংমালা মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টায় ওই মাদরাসার অধ্যক্ষকে অপমান করায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।

এদিকে একই সময়ে স্থানীয় সরকারি দলের দুই অংশের একই স্থানে পৃথক পৃথক সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সে জন্য উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024