১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে। চলতি জুন মাসের ১৪ দিনেই দেশে ১৬৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর ঈদকে ঘিরে বাংলাদেশি প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। দেশে তাদের পরিবারের বাড়তি খরচের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এছাড়া সম্প্রতি সময়ে পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১১ মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৮৬৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩০১ কোটি ডলার।

এদিকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে আজ রোববার পর্যন্ত রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যা ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

Tag :
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

আপডেট ০৯:২৬:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ জুন ২০২৫

ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে। চলতি জুন মাসের ১৪ দিনেই দেশে ১৬৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর ঈদকে ঘিরে বাংলাদেশি প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। দেশে তাদের পরিবারের বাড়তি খরচের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এছাড়া সম্প্রতি সময়ে পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১১ মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৮৬৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩০১ কোটি ডলার।

এদিকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে আজ রোববার পর্যন্ত রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যা ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।